বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর তথ্য অধিকার ২০২৩-২৪ অর্থবছরে কর্মপরিকল্পনার সূচক ২.৩ অনুযায়ী ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালা ০৬ মার্চ ২০২৪ তারিখ বুধবার সকাল ৯:৩০ ঘটিকায় ইনস্টিটিউট-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া কর্মশালার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিসিটিআই এর প্রধান নির্বাহী জনাব ফায়জুল হক।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।